images

সারাদেশ

চট্টগ্রামে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

চট্টগ্রামের পোর্ট কানেকটিং রোডে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওয়ার্ড মুন্সি পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। 

আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  
 
স্থানীয়রা জানায়, ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর তা আশপাশের কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ফলের ক্যারেটের আগুন ছড়িয়ে পড়ে বসত বাড়িতে।

ইএ