images

সারাদেশ

হবিগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম

হবিগঞ্জে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মানিক মিয়াসহ সর্বোচ্চ চারজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

আরও পড়ুন: ফুলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা-কর্মীরা গ্রেফতার এড়াতে আত্মীয়-স্বজনের বাড়িতে আত্মগোপন এবং দেশ ছেড়ে পালিয়েছেন।

পুলিশ জানায়, জেলাজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে হামলা-মামলায় জড়িত নয়, এ ধরনের ব্যক্তিদের গ্রেফতার বা হয়রানি থেকে বিরত রয়েছে পুলিশ।

আরও পড়ুন: ডেভিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা শিপন গ্রেফতার

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার ও হয়রানি করা হবে না। যাচাই-বাছাই ও তদন্ত করে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। হামলা-মামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/ এমইউ