images

সারাদেশ

ফুলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ডেভিল হান্ট অপারেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম আব্দুল হেকিম সরকারের ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ