images

সারাদেশ

দীর্ঘ ২২ বছর পরে ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

জেলা প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

দীর্ঘ ২২ বছর পরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ‍(১৩ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, কর্মী সম্মেলন সফল করতে ইতোমধ্যে জেলার সবগুলো সাংগঠনিক ইউনিটে সভা করা হয়েছে। শহরে লিফলেট বিতরণ করা হয়। এ সম্মেলনে প্রায় ২৫ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবের আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। শহরের ঈদগাহ ময়দায়ে শনিবার সকাল ১০টায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

সব শেষ ২০০৩ সালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ঝালকাঠিতে জেলা জামায়াতের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এদিকে কর্মী সম্মেলন উপলক্ষে শহরে মোটর শোভাযাত্রা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার প্রচারণা মিছিল করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে সম্মেলস্থান পরিদর্শন করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/টিবি