জেলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
কুয়াশার কমে গেলে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ছয়টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এর ফলে নদীর দুই পাড়ে আটকে থাকা যানগুলো ফেরিতে করে নদী পার হচ্ছে।
বুধবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত পৌনে একটার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এর ফলে মাঝ নদীতে রুহুল আমিন, জাহাঙ্গীর, গোলাম মোল্লা এবং এনায়েতপুরী নামে চারটি ফেরি আটকা পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে ওই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এরপর নদীর দুই পাড়ে আটকে থাকা যানগুলো ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরিতে করে নদী পার হচ্ছে।
প্রতিনিধি/এমআর