জেলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩ এএম
কোচিং শেষে বাসায় ফেরার পথে বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাহিম হোসেন বগুড়া শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেন মানিকের ছেলে এবং শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, রাতে শহরের চকফরিদ এলাকায় কোচিং শেষে বাড়ি ফিরছিল ফাহিম। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ফাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু কারণ সামনে এসেছে, তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না। ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।
টিবি