images

সারাদেশ / স্পোর্টস / ক্রিকেট

ফরচুন বরিশালের বিপিএল উৎসব পণ্ড, আহত ১০

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম

images

আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার পাশাপাশি অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে বরিশালে পণ্ড হয়ে গেছে বিপিএলের ফরচুন বরিশালের শিরোপা জয়ের উৎসব।

IMG_4470

টানা ২য় বারের মতো শিরোপা জয় উপলক্ষে রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর বেলস পার্ক মাঠে আয়োজন করা হয়েছিল ওই উৎসবের। উৎসবকে কেন্দ্র করে বিভাগের ছয় জেলা থেকে ক্রীড়া ভক্তরা বিজয়ী দলের জার্সি ও ক্যাপ পরে হাজির হয়। এসময় বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নাচ গানে মেতে ছিল ভক্তরা।

IMG-20250209-WA0016

কথা ছিল অনুষ্ঠানের মধ্যে ট্রফি প্রদর্শন এবং টিমের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর মিউজিক কনসার্টের। তবে লাখো জনতার ভিড় সামলাতে যতটা নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার ছিল তা না থাকার পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেষ পর্যন্ত কিছুই হয়নি তার। বিক্ষুব্ধ জনতার জুতো-চেয়ার নিক্ষেপ আর ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্যদিয়ে পণ্ড হয়ে যায় উৎসব। এসময় ক্ষোভ প্রকাশ করে ক্রীড়া প্রেমীরা ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে যান।

IMG-20250209-WA0017

আরও পড়ুন

চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বরিশালে জনসমুদ্র

IMG-20250209-WA0020

এর আগে শুক্রবার রাতে ঢাকায় চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জেতে বরিশালের টিম ফরচুন বরিশাল। রোববার দুপুর দুইটায় আকাশপথে টিমের সদস্যদের নিয়ে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায় চলতি বছরের শিরোপা ট্রফি। এদিকে বরিশালের বেলস পার্কে তখন চলছিল জয়োৎসবের প্রস্তুতি। সেখানে লাখো জনতা ছিল ট্রফিসহ খেলোয়াড়দের দেখার অপেক্ষায়। বিকেল পৌনে ৪টা নাগাদ ট্রফিসহ ফরচুন বরিশাল টিম এবং টিমের মালিক মিজানুর রহমান এসে পৌঁছান মঞ্চে। এসময় দুর্বল নিরাপত্তা বেষ্টনি ভেঙে মঞ্চের কাছে চলে যায় হাজার হাজার জনতা। পরিস্থিতি বেগতিক দেখে ট্রফি নিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে নিরাপদ অবস্থানে চলে যান টিমের খেলোয়াড়সহ কর্মকর্তারা।

IMG-20250209-WA0021

এ ঘটনার সময় মঞ্চে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মোয়াজ্জেম হোসাইন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেয়ার ছোড়া ও হুড়োহুড়িতে আহত হন সংবাদকর্মীসহ অন্তত ১০ জন।

IMG-20250209-WA0024

ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষেপে যায় উপস্থিত জনতা। শুরু হয় মঞ্চ লক্ষ করে বৃষ্টির মতো জুতো ও চেয়ার নিক্ষেপ। মুহূর্তেই পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা আর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ ছিল সবার। একইসঙ্গে সুন্দর একটি আয়োজন পণ্ড হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের মধ্যে। অবশ্য এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি আয়োজক কিংবা প্রশাসনের কেউ।

thumbnail_IMG_4479

এর আগে দুপুরে বরিশাল বিমান বন্দরে ট্রফি নিয়ে পৌঁছানোর পর বরিশালে ক্রিকেটের উন্নয়নে অনেক কিছু করার কথা বলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এখানে শিশুদের জন্য ক্রিকেট একাডেমি করার কথাও বলেন তিনি।

প্রতিনিধি/এসএস