images

সারাদেশ

মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সব অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে পৌর শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। পরে

আরও পড়ুন

অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাজহারুল হক কাসেমী,  উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ প্রমুখ। এছাড়া এতে শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

বক্তারা এই উপজেলায় ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সব অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করার দাবি জানান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এসএস