images

সারাদেশ

হাতিয়ায় বনবিভাগের জায়গা দখল করে যুবদল নেতার দোকানঘর নির্মাণ

উপজেলা প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

হাতিয়ায় সরকারি বনায়নের ভেতর জায়গায় দখল করে দোকানঘর নির্মাণ করেছেন ইউনুস মাঝি নামের এক ওয়ার্ড যুবদল নেতা।

বনবিভাগের বাধা অমান্য করে রাতের আঁধারে তিনি নিজে দোকানঘর নির্মাণসহ ভিটিপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা নিয়ে অন্যদের ও ঘর নির্মাণের জন্য জায়গা বুঝিয়ে দেন।

স্থানীয়দের থেকে খবর পেয়ে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, সাগুরিয়া রেঞ্জের চর আলীম বিটের লালচর মৎস্য ঘাটের নিকটবর্তী বাগানের মধ্যে ইউনুস মাঝি নিজেই একটি দোকানঘর নির্মাণ করেন। পাশাপাশি আরও চারটি ঘর নির্মাণ করতে আফছার, আশরাফ, ভুট্ট, নবীর, হোসেন ও ফয়েজদের কাছ থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা করে নেয়।

thumbnail_IMG20250204165936

এছাড়াও তাবু টাঙিয়ে তিনজনকে দোকান ঘর নির্মাণের জন্য টাকার বিনিময়ে জায়গা মেপে বুঝিয়ে দেন তিনি। অভিযুক্ত ইউনুস মাঝি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় বিএনপির নেতারা।

thumbnail_IMG20250204165923

স্থানীয়রা জানান, ইউনুছ মাঝি রাতের আঁধারে চরআলিম বিটের বনের জায়গা দখল করে দোকানঘর তোলে। যা উপজেলার সাগুরিয়া রেঞ্জের বড়দেইল টানবাজার এলাকায় অবস্থিত। স্থানীয়রা আরও জানান, ইউনুছ মাঝি নদীতে মাছের হার দখল করে জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা নেন।

আরও পড়ুন

বনভোজনের বাসে ইভটিজিংয়ের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক তাছলিম আলম বলেন, এখানে মহিষ গরুর একটা ফাঁড়ি রয়েছে। যেটার দায়িত্বে ছিলেন আরেকজন। ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইউনুছ মাঝি ওই ফাঁড়ির দায়িত্ব পাওয়ার পর প্রভাব বিস্তার করে সেখানে দোকান ঘর দেন। এখন পাশাপাশি তাবু দিয়ে আরও কয়েকটি দোকান ঘর নির্মাণ করেন।

উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন এমপি ও স্থানীয় বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামের নির্দেশে দু’টি ঘর দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, ইউনুছ মাঝি দলের প্রভাব বিস্তার করে অনেকগুলো ঘর নির্মাণ করেছে এবং মেপে বুঝিয়ে দেওয়ার খবর পেয়েছি। আমরা উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েকজন নেতারা ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়েছি।

thumbnail_IMG20250204165908

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াছ মাঝি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেওয়া হবে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনুস মাঝি বলেন, এখানে একটা গরু-মহিষের ফাঁড়ি আছে। বর্ষায় যাতে মানুষের কষ্ট না হয় সে জন্য  বন বিভাগ এবং দলীয় লোকজনের সঙ্গে কথা বলে আমি একটা ঘর দিয়েছি।

thumbnail_IMG20250204165859

উপকূলীয় বনবিভাগ সাগরিয়া রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার বলেন, চর আলিম বিটের স্থানীয় টানবাজারের বাইরে বনবিভাগের জায়গায় দখল করে বিএনপি নেতা ইউনুছের নেতৃত্বে ঘর দেওয়ার খবর পেয়েছি। রাতে তখন বনের কাজে আমরা একেকজন একেক জায়গায় ছিলাম। তবুও আমাদের একজন স্টাফ কয়েক ধাপে বাধা দিয়েও থামাতে পারেনি। তারা জোরপূর্বক ঘর নির্মাণ করছে। বনায়নের এ জায়গা পুনরুদ্ধারে তাদের জোর করে দেওয়া দোকান ঘরসমূহ উচ্ছেদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান এ বন কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস