জেলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মহাসমাবেশের আয়োজন করেছে সংসদীয় আসনের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি।
আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ২টায় উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এই মহাসমাবেশ আয়োজন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এদিকে, মহাসমাবেশকে কেন্দ্র করে মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা সমাবেশকে সফল করার লক্ষ্যে স্বপন ফকিরের নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার ও চায়ের দোকানগুলোয় লিফলেট বিতরণ করেছে।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের অন্যতম নেতা মাহমুদুল হাসান শরীফ জানান, আগামীকাল ৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় ধনবাড়ীতে মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি, মহাসমাবেশে অর্ধলাখের বেশি নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটবে।
প্রতিনিধি/এফএ