images

সারাদেশ

হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এমপির পোল সংলগ্ন ব্রিকফিল্ড বাসা ও বাজার এলাকার বাসায় এ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে এদিন রাতে সারা দেশের ন্যায় হাতিয়াতেও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে তারা সংঘবদ্ধ হয়ে মোহাম্মদ আলীর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আওয়ামী লীগ ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

এছাড়া রাত ৩টার দিকে উপজেলার নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর চারটি বোটেও অগ্নিসংযোগ করে সেখানকার বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ পরবর্তী মোহাম্মদ আলীর দুটো বাসা পুরোপুরি ভস্মীভূত। এখনো জ্বলছে আগুন। চারদিকের দেয়াল কালো বর্ণ ধারণ করেছে। বর্তমানে বাসার নিয়ন্ত্রণে আছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন হাতিয়া স্টেশন।

IMG20250207094722

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিল নিয়ে মোহাম্মদ আলীর বাসার দিকে যাওয়ার সময় স্থানীয় ও প্রতিবেশীরা তাদের গতিরোধ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেলসহ ধাওয়া পাল্টা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে যখন এমপির বাসা আক্রমণ করতে আসে তখন এলাকার লোকজন প্রথমে বাধা দেয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

শামীম নামের একজনে জানান, হামলাকারীদের প্রথমে তাড়িয়ে দেওয়ার পর এলাকাবাসী যে যার বাড়িতে চলে যান। পরে রাত দুইটার সময় তারা আবার সংঘবদ্ধ হয়ে এসে বাসায় আগুন লাগিয়ে দেন ও ভাঙচুর করেন।

এ বিষয়ে কথা বলতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদার মুঠোফোনে কল করা হলে তিনি তা কেটে দেন।

আরও পড়ুন

বছরের প্রথম মাস পেরিয়ে গেলেও হাতিয়ায় বই পায়নি অধিকাংশ শিক্ষার্থী

বাড়িতে হামলার বিষয়ে সাবেক এমপি মোহাম্মদ আলীর ছোট ছেলে মাহতাব আলী অদ্রি গণমাধ্যমকে বলেন, আমার বাবা-মা-ভাই জেলে আছেন। আমাদের বাড়িতে কেউই নেই। বিশৃঙ্খলকারীরা হামলা করতে এলে সাধারণ মানুষ প্রথমে তাদের গতিরোধ করে পরে ধাওয়া দেয়। ওখানে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। যারা এমন গুজব ও মিথ্যাচার করে তারা হাতিয়ার ভালো চায় না। আমার বাবা-মা-ভাই সবাই জেলে থাকার পরও আমাদের বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের এমন ঘটনায় আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই।

গত বছরের ১০ আগস্ট রাত তিনটার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস ও তাদের বড় ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে হেফাজতে নেয় নৌবাহিনী। তারপর ১২ আগস্ট থেকে স্ত্রী-ছেলেসহ কারাগারে আছেন হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।

ইএ