images

সারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ এএম

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র ওয়ালিদ খান (১৯) নিহত হয়েছেন। এ সময় তার সহপাঠী বন্ধু সিয়াম মোল্লা (১৯) আহত হন। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) মারাত্মক আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ওয়ালিদ খান সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে গোপীনাথপুর গ্রামে বাড়িতে যাওয়ার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তখন তারা দু’জন মারাত্মকভাবে আহত হন। তাদেরকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ