জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বোন জামাইকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত শ্যালকের বিরুদ্ধে।
শুক্রবার (৩১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সরদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাফর আহমেদ সরদার কান্দি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার গোসাইরহাট উপজেলার আলালপুর ইউনিয়নের গরিবেরচর এলাকার মাদকাসক্ত স্বপন আহম্মেদ শাওন সম্প্রতি নিজের ২৬ দিনের নবজাতক ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দেখে ফেলায় ছেলে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় শুক্রবার দিবাগত-রাতে শাওনের বাড়িতে স্থানীয়দের সমন্বয়ে এক সালিস বসে। পরে সালিসি শেষে রাতেই তাঁর বোনের সঙ্গে শাওন তাঁর বোন জামাই জাফর সরদারের বাসায় চলে যায়। রাতে জাফর ও শাওন এক খাটে ঘুমায়। পরে শনিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় জাফরকে পাথর (পাটা-পুতা) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত জাফর সরদারের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলেকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে শাওন। আমার ছেলের কি দোষ ছিল এভাবে মরতে হলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, নিহত জাফরের মরদেহ সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। জানতে পেরেছি, নিহতের বড় ভাই এলে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
প্রতিনিধি/একেবি