images

সারাদেশ

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহকারী নিহত

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৫, ১১:২২ এএম

ঘন কুয়াশায় বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।

দুর্ঘটনার কারণে বগুগা-নাটোর মহাসড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের ব্যক্তি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

রংপুরে নৈশ কোচ ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপর দিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বনবাঘা বাসস্ট্যান্ডে মহাসড়কে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এর পরপরই বিপরীতমুখী মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মাছবাহী ট্রাকের চালকের সহকারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে চালকের সহকারীর লাশ উদ্ধার করে। এছাড়াও দুই ট্রাকের চালক, একজন সহকারী ও অটো রিকশার দুই যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি বলেন, দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

প্রতিনিধি/এসএস