images

সারাদেশ

রংপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ২০

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৪ এএম

সকালে ঘনকুয়াশার কারণে রংপুরে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক ৩টি সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজারের আগে সকাল সাড়ে ৯টার দিকে নৈশ কোচ পাভেল এক্সপ্রেস কুড়িগ্রামগামী এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মাহিন্দ্রার যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

474722433_662200806153415_7000158663115190831_n

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে রংপুরের পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কার ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ঘটনাটি পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে ঘটে।

আরও পড়ুন

ট্রাকের চাপায় নারীসহ নিহত ২, আহত ৩ 

অন্যদিকে রংপুর নগরীর নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন।

474230359_597097852939008_8145673136940624183_n

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ২ জন গুরুতর আহত হন। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের এখনও পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।

প্রতিনিধি/এসএস