জেলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ এএম
রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে ডিম নিক্ষেপ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গ্রেফতার এই সাবেক মন্ত্রীকে মেডিকেল চেকআপের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: পুলিশ হেফাজত থেকে নিক্সনের সহযোগীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
তখন এই ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
এর আগে সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ৫ দিনের রিমান্ডে
এদিকে লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আটটি মামলা হয়েছে বলে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে।
প্রতিনিধি/ এমইউ