জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
রাজশাহীর মোহনপুরে দ্রুতগামী বাসের চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পত্রপুর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাস-সিএনজির সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত
নিহত এনজিও কর্মীর নাম মো. ইউসুফ আলী (৩২)। তিনি পঞ্চগড় জেলা সদর মোল্লাহপাড়া এলাকার খাদেম আলীর ছেলে।
শক্তি ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থায় রাজশাহীর মোহনপুর শাখায় কর্মরত ছিলেন ইউসুফ।
আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
পুলিশ জানায়, নিহত ইউসুফ মোহনপুর অফিস থেকে কিস্তির টাকা উঠানোর জন্য একটি সুজুকি মোটরসাইকেল নিয়ে বের হন। পত্রপুর এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে চাপা দেয়।
এ সময় তিনি মহাসড়কের ওপর পড়ে গিয়ে গুরুতর জখম হন। এরপর স্থানীয়রা উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, সকালে ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ থানায় আছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এমইউ