images

সারাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত 

জেলা প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র গাছের সঙ্গে ধাক্কা খেলে নজির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে একটু দূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র যাত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতি আসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। 

আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ দুর্ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল রিপোর্ট করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ