images

সারাদেশ

মুজিব বাহিনীর ব্যানারে ঝটিকা মিছিল, আটক ১

জেলা প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম

জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে প্রকাশ্য দিবালোকে ঝটিকা মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এ ঘটনায় শহিদুল নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড়-শেরপুর ব্রিজ বাইপাস সড়কে মুজিব বাহিনী জামালপুরের ব্যানারে জয় শেখ হাসিনা, জয় বাংলা, জয় মুজিব লেখা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের ছবি সম্বলিত ব্যানার নিয়ে এ মিছিল করতে দেখা যায়।

আটক শহিদুল জামালপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন ফারাজীর চাচাতো ভাই।

আরও পড়ুন

আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ আলম

সকালের ওই মিছিলটি জামালপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন ফারাজীর ফেসবুক আইডি ‘আল আমিন ফারাজী’ থেকে লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ২০-২৫ জন নেতাকর্মীকে মাস্ক পরে অংশ নিতে দেখা যায়।

thumbnail_VideoCapture_20250125-153335

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ফায়সালা আতিক জানান, মিছিলের লাইভ করা আল আমিন ফারাজীর বাড়িতে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস