images

সারাদেশ

মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হলো জুঁইয়ের

জেলা প্রতিনিধি

২৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

নেত্রকোনার মেয়ে নুসরাত জাহান জুঁই (১৮)। বাবা মারা গেছেন ১৫ বছর আগে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার। তার সেই অদম্য ইচ্ছা এখন পূরণ হওয়ার পথে। চলতি বছর নীলফামারী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন জুঁই।

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুসরাত জাহান জুঁই (১৮)। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট। উপজেলার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন তার মা ফাতেমা খাতুন।  

আরও পড়ুন: এক কলেজ থেকেই ৫৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তির সুযোগ  

জুঁই ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ২০২২ সালে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বিজ্ঞান বিভাগে পান জিপিএ- ৫। ২০২৪ সালে এইচএসসি পাস করেন সুসং সরকারি মহাবিদ্যালয় কলেজ থেকে। সেবারও পান জিপিএ-৫। মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় গর্বিত তার বিদ্যাপীঠ, শিক্ষক ও এলাকার লোকজন।

ফল প্রকাশের পর থেকেই আত্মীয়-স্বজন থেকে শুরু করে শিক্ষক,সহপাঠী ও এলাকাবাসীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নুসরাত জাহান জুঁই (১৮)। এতে আপ্লুত তার মা ও ভাই। 

আরও পড়ুন: ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ও শালীনতা রক্ষায় যবিপ্রবিতে অভিযান

জুঁইয়ের মা ফাতেমা খাতুন বলেন,আল্লাহর অশেষ রহমত ও শিক্ষকদের সহযোগিতায় মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। আমার মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় আমি গর্বিত। এ জন্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার মেয়ে মানবিক চিকিৎসক হোক, এটাই আমার চাওয়া। 

এ বিষয়ে জুঁই বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা ও ভাই ফাহিমের। আমি ছোট থেকেই মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে লেখাপড়া করে চলেছি। মহান আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমি যেন সফলতার সঙ্গে মেডিকেলে লেখাপড়া শেষ করে চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে পারি, এ জন্য আমি সবার দোয়া চাই। 

উল্লেখ্য, গত রোববার প্রকাশিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফলে ৪৯৩২তম স্থান অর্জন করেন জুঁই।

প্রতিনিধি/ এমইউ