জেলা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ এএম
ভারতীয় আগ্রাসন ও সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া দেওয়ার প্রতিবাদে মাগুরায় মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড় শহীদ স্মৃতি স্তম্ভ পাদদেশে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য বক্তারা ভারতীয় আগ্রাসন, স্বেচ্ছাচারিতা, সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ, উস্কানিমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে সরকার ও দেশবাসীকে সচেতনতা ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধি/এফএ