জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকায় (আফ্রিকার) সুদানি নারীকে আটক করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।
বিজিবি জানায়, আটককৃত নারীর নাম - এসলাম (২৬), পিতা আবদেল রহিম, স্বামী মোহাম্মদ হামদ, পাসপোর্ট নম্বর P-07446081, মোবাইল নম্বর 00249913277716। তার সঙ্গে থাকা পাসপোর্টের তথ্য মতে, তিনি ভারতে কিছু দিন অবস্থান করে ২০ জানুয়ারি ভোরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুদানি নারীকে তার ব্যবহৃত মোবাইল ফোন, ১০০ ইউএস ডলার, ভারতীয় ৩০ রুপি ও ব্যবহৃত কাপড়ের ব্যাগসহ ফেনীর পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে সুদানী নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় মানবপাচার চক্র এ কাজে জড়িত আছে বলে যে খবর পাওয়া গেছে তা পরশুরাম থানাকে অবগত করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এর আগে একই এলাকা থেকে ২০২৪ সালের ৭ নভেম্বর ইথিওপিয়ান নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ান নাগরিককে আটক করে বিজিবি।
প্রতিনিধি/ এমইউ