জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ এএম
নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খা নদী থেকে একটি বিকৃত চেহারার কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকা থেকে মরদেহটি ভেসে ওঠে।
স্থানীয়রা জানায়, মরদেহটি উদ্ধারের পর পুলিশ, পিবিআই, সিআইডি ও ডিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।
এদিকে, উদ্ধার হওয়া মরদেহটি স্কুলছাত্র অনয়ের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তবে পুলিশ জানিয়েছে, ডিএনএ টেস্ট ছাড়া মরদেহটি কার তা নিশ্চিত হওয়া যাবে না।
অনয়ের পরিবার জানায়, গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল কিশোর অনয়। সে বেলাব মাটিয়াল পাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে এবং বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত নম্বর থেকে তাকে অপহরণের পর ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় এবং মুক্তিপণও দেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় শিক্ষা উপকরণ কিনতে বেলাব বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। ১৪ জানুয়ারি রাতে বেলাব থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং ১৬ জানুয়ারি এটি মামলায় পরিণত হয়।
নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হলে অপহরণকারীরা পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চাহিদা অনুযায়ী বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়। এরপর পুলিশ অপহরণকারীদের মোবাইল নম্বর ট্র্যাক করে ভোলায় তাদের অবস্থান শনাক্ত করে এবং সেখানে গিয়ে একজনকে আটক করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটি বিকৃত হওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে নিখোঁজ কিশোরের পরিবারের ধারণা, এটি অনয়ের মরদেহ হতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন এবং ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রতিনিধি/এইউ