জেলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
সিলেটের দক্ষিণ সুরমায় একটি পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করা হয়, যার মধ্যে ৪ জনকে অভিভাবক ডেকে বিয়ে করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিলাম এলাকার রিজেন্ট পার্ক রিসোর্টে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, রিসোর্টে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। তরুণ-তরুণীরা সেখানে সময় কাটানোর জন্য জড়ো হচ্ছিলেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
বিক্ষুব্ধ লোকজন রিসোর্টে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করেন এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেন। পরে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্য তুহিন আহমদ জানান, প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে এবং ১৬ জন তরুণ-তরুণীকে আটক করে। চারজনকে অভিভাবক ডেকে বিয়ে আয়োজনের ব্যবস্থা করা হয়, অন্যদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, রিসোর্টের মালিকপক্ষের সঙ্গে বৈঠক চলছে এবং এ ঘটনায় তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপক হুমায়ুন আহমদ বলেন, ‘রিসোর্ট সব রকমের নিয়ম মেনেই পরিচালিত হচ্ছিল এবং অতিথিদের সব ধরনের কাগজপত্র সংগ্রহ করা হয়েছিল।’
প্রতিনিধি/একেবি