images

সারাদেশ

বিস্ফোরণে কেঁপে ওঠে ৫ কিলোমিটার এলাকা

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২২, ০৫:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের কারণ আনুষ্ঠানিকভাবে এখনো জানাযায়নি। তবে উদ্ধারকাজে থাকা কর্মীও স্থানীয়রা জানিয়েছেন, কন্টেইনারে আগুনের পর বিস্ফোরণ হয়েছে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার বিএম ডিপোতে। এতে কেঁপে ওঠে চারপাশের অন্তত: ৫ কিলোমিটার এলাকা। অনেক দূরের বাসাবাড়ি এবং মসজিদের এ চিত্রই তার প্রমাণ। ফাটল ধরেছে কয়েকটি ভবনে। 

স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে এই প্রতিবেদক। তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় বিকট শব্দের তীব্রতায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কালো ধোঁয়া আর কেমিক্যালের পোড়া গন্ধে ছেয়ে যায় পুরো এলাকা। 

সরেজমিনে গিয়ে দেখা যায় সীতাকুণ্ডে বিএম ডিপোর আশপাশে কেশবপুর, মোল্লাপাড়া, লালবেগসহ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসবাসকারীদের বেশির ভাগই শ্রমিক। সবার টিনশেড ঘর। বিস্ফোরণে উড়ে গেছে কারও ঘরের টিন, নষ্ট হয়েছে টিভি ফ্রিজ ফ্যানসহ নানা পণ্য সামগ্রী।

বিএম কন্টেইনার ডিপোর পরিচালক মুজিবুর রহমান সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে বলেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে কন্টেইনার থেকেই আগুন ধরেছে বলে ধারণা করছি।

একেবি