images

সারাদেশ

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০২৫, ১১:০১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীর রাথুরা গ্রামের দুই সন্তানের জননী লায়লা আরজুকে (৬২) গলা কেটে হত্যা করে তার সবচায়তে কাছের মানুষ স্বামী সেকেন্দার আলী নিজেই।

বাসার কাজের বুয়া সাহিদা আক্তারের (৪০) সঙ্গে পরকীয়াসহ দ্বিতীয় বিয়ে করার অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করে সেকেন্দার। পরে লাশ শয়ন কক্ষে রেখে হত্যার নাটক সাজান।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছ. ইয়াছমিন খাতুন।

প্রেস ব্রিফিং থেকে জানাযায়, দীঘদিন ধরে লায়লা আরজুর ডায়াবেটি, হাইপ্রেসার, থাইরয়েড, ব্রেস্ট ক্যান্সারসহ জরায়ু অপসারণ হয়েছিল। যে কারণে স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে মেলামেশা না করতে পারায় দ্বিতীয় বিবাহ করতে চান সেকেন্দার আলী। কিন্তু স্ত্রী লায়লা আরজু ও তার ছেলে-মেয়েরা বিয়ে করার অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ ঘটনাটি ঘটায় সেকেন্দার।  

সেই সঙ্গে বাড়ির কাজের বুয়া সাহিদা আক্তারের সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক ছিলো বলেও আদালতে স্বীকারোক্তি দেন সেকেন্দার আলী।

গত ১৫ জানুয়ারি বুধবার ভোরে সেকেন্দার আলী তার স্ত্রী লায়লা আরজুর কাছে দ্বিতীয় বিয়ে করা জন্য অনুমতি চান। সেই নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেকেন্দার আলী ঘরের থাকা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করে। পরে শয়ন কক্ষেই স্ত্রীর নিথর দেহ রেখে বাজারে যায় সেকেন্দার। বাজার থেকে বাড়ি ফেরে না ঘাবডিয়ে উল্টো নাটক সাজান সেকেন্দার আলী। তিনি বলেন, বাজার করতে যাওয়ার ফাঁকে বাসায় দুর্বৃত্তরা ঢুকে স্ত্রী লায়লাকে হত্যা করে কানের দুলসহ আলমারি থেকে দুই হাজার টাকা লুটে নিয়ে যায়।

পরে পুলিশ তদন্তকরে চারদিনের মাথায় এই হত্যার ঘটনার রহস্য উদঘাটন করে সেকেন্দার আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।  

প্রতিনিধি/একেবি