জেলা প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) এতে প্রধান অতিথি থেকে পবিত্র কুরআন থেকে তাফসির পেশ করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসূল আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
ঐতিহাসিক ফেনীর মিজান ময়দানে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক থাকবেন - জাতীয় ইমাম সমিতির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা কাজী আবু হুরায়রা।
বিশেষ বক্তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সিনিয়র সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দীন আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি মুফতি হাফেজ মাওলানা আহমাদ, শর্শদি জামেয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, মাজলিসুল মুফাসসিরিন ফেনী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ যাকারিয়াসহ বিভিন্ন ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ ইয়াছিন।
জেলা ইমাম সমিতির ফেনী জেলা সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন মজুমদার বলেন, দেশের খ্যাতিমান আলেম-ওলামাদের এ মাহফিলটি সফল করতে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শহরজুড়ে মাইক না লাগিয়ে শুধু মিজান ময়দানে সাউন্ডের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ