images

সারাদেশ

বান্দরবানে অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

জেলা প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম

বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত ৭ শ্রমিকে ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বমু খালের  দুর্গম এলাকা থেকে তাদেরকে যৌথবাহিনী  উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করেন ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনসার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান। 

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, খামার মালিক মো. আমিন(৩৫), খামার মালিকের ছেলে মো. সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার(৩৫)  মো. শফি আলম(৩২), মো জাবেদ(২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ(২১)।

স্থানীয়রা জানান, বমু খালের তীরবর্তী এলাকায় সবজিসহ ক্ষেতখামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া,চকরিয়া,মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে  আসে শ্রমিকরা। বুধবার মধ্যরাতে সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ৭ শ্রমিককে। অপহৃত শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।

লামা ক্যাজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আতিকুর রহমান ঢাকা মেইলকে জানান, অপহৃতদের উদ্ধারে সকাল থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে গভীর জঙ্গলে ফেলে চলে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছে তবে খুবই ক্লান্ত , শ্রমিকদেরকে তাদের  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে