images

সারাদেশ

নেত্রকোনায় কলেজ শিক্ষককে হত্যা মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৪ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

নেত্রকোনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক  দীলিপ কুমার রায় হত্যা মামলায়  রুক্কু চৌহান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে  পাঠিয়েছে। এর আগে, সোমবার সোমবার সন্ধ্যারয় নেত্রকোনা পৌর এলাকা থেকে রুক্কু চৌহানকে গ্রেফতার করে পুলিশ। 

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রুক্কু চৌহান নেত্রকোনা পৌরশহরের গরুহাট্টা এলাকার মৃত চান্দী চৌহানের ছেলে। তার বিরুদ্ধে নেত্রকোনা সদর ও গাজীপুরের টঙ্গী থানায় মাদক, চুরি, ছিনতাইসহ চারটি মামলা রয়েছে। এসব মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন বলে জানা গেছে।

গত ১০ জানুয়ারি নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজ বাসার খাটের নিচ থেকে আবু আব্বাছ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী নিভা রায় বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে  গত ১২ জানুয়ারি মডেল  থানায় হত্যা মামলা দায়ের করেন। 

ওসি জানান, ঘটনার পর থেকে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি ধরতে তৎপর হয় পুলিশ। আজ মঙ্গলবার গ্রেফতার রুক্কু চৌহানকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে