images

সারাদেশ

ঝিনাইদহে একরাতে ২৭ দোকানে দুর্ধর্ষ চুরি

জেলা প্রতিনিধি

১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে গতরাতে ২৭টি দোকানে একসঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র বাজারের ৩টি মার্কেটের ২৭টি দোকান ভেঙে মালামাল ও নগদ টাকা চুরি করেছে।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

thumbnail_Jhenidah_churi_photo_03

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত চোরচক্র বাজারের বিভিন্ন এলাকার ৩টি মার্কেটে প্রবেশ করে। চোরচক্র বাজারের ২৭টি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে ব্যবসায়ীরা বাজারে এসে বিষয়টি টের পায়। ব্যবসায়ীদের আনুমানিক ৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। সিসি টিভির ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

thumbnail_Jhenidha_churi_photo_01

অভিযোগ উঠেছে, মাত্র হাফ কিলোমিটার দূরে হাটগোপালপুর পুরিশ ফাঁড়ি অবস্থিত হলেও এমন চুরির ঘটনা এলাকার ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে ।

thumbnail_Jhenidah_churi_photo_04

বাজারের মিমি ফার্মেসি দোকানের মালিক জিয়াউল হক রাজু জানান, ভোর ৪টার দিকে আমি জানতে পারি আমার দোকানে চুরি হয়েছে। এসে দেখি দোকানের সাটার উচু করা। দুই তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভেতরে ঢুকে দেখি ড্রয়ার খোলা। সেখানে দুই লাখ টাকার একটি চেক, ৭ হাজার নগদ টাকা ছিল। সেগুলো নেই।

thumbnail_Jhenidah_churi_photo_06

হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন জানান, আমাদের এ বাজারে প্রায় ২০০ দোকান রয়েছে। তার মধ্যে ২৭টি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড ডিউটি করার কথা ১২ জনের। কিন্তু ডিউটি করেছে ৮জন। আমরা সিসি টিভি ক্যামেরা ভিডিও ফুটেজ পেয়েছি। সেখানে দেখা গেছে মাত্র একজন চুরি করছে। প্রশাসনকে জানিয়েছি। এখনও মামলা করা হয়নি।

thumbnail_Jhenidah_churi_photo_05

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামি ধরতে পুলিশ কাজ করছে। এখনও মামলা হয়নি। তবে হবে।

প্রতিনিধি/এসএস