জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম
লাখো মানুষের সমাগমে মাগুরার বড়রিয়ায় শুরু হয়েছে ঘোড়দৌড় ও মেলা। তিন দিনব্যাপী এই মেলার প্রথম দিন শনিবার দুপুর ১টার দিকে বড়রিয়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর ২৮ পৌষে বড়রিয়া গ্রামে এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। এবারও দূর-দূরান্ত থেকে লাখো মানুষ সমাগম করেছে।
মেলায় নিত্যব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে মিষ্টির দোকান, খেলনার দোকান, মাছ, খাবার, আসবাব, পোশাক, আচারসহ নানা ধরনের দোকান দিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা।
ফরিদপুর থেকে আসা মিষ্টি বিক্রেতা বলেন, প্রতিবছর তিনি এ মেলায় দোকান দেন। মাছ ব্যবসায়ী পরিতোষ বলেন, তিনি নড়াইল থেকে এসেছেন এবং প্রতিবছর এই মেলায় আসেন।
ঢাকা থেকে মেলা দেখতে এসে চিকিৎসক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘এটি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার একটি মিলন মেলা।’
মেলা উপলক্ষে বড়রিয়ায় বসে জামাই মেলা। গ্রামের বাড়িতে বাড়িতে জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মেলায় বড় বড় মাছ ওঠে।
তবে তিন দিনের এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ঘোড়দৌড়। মেলার আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বড়রিয়া গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘প্রায় দেড়শো বছর আগে আমাদের পূর্বপুরুষ শানু সরদার, ধনাউল্লাহ সরদার ও সোনাউল্লা সরদার এখানে ঘোড়দৌড় ও মেলার আয়োজন করেন। প্রথমে গ্রামের রাস্তায় ঘোড়দৌড় শুরু হয়েছিল। পরবর্তীতে রাস্তায় ইট সোলিং ও পাকা হয়ে যাওয়ার পর ঘোড়দৌড় মাঠে নিয়ে যাওয়া হয়, তবে মেলা ছড়িয়ে পড়ে পুরো গ্রামজুড়ে।’
প্রতিনিধি/একেবি