images

সারাদেশ

জয়নুল উদ্যানে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ

জেলা প্রতিনিধি

১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ এএম

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান ও ব্রহ্মপুত্র তীরে বসানো শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দোকানগুলো উচ্ছেদ করা হয়।

আরও পড়ুন: ‘এই সরকার মানবিক কাজে উৎসাহ দিয়েছে’

এতে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান নেতৃত্ব দেন। 

এ সময় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নলছিটির নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

মসিক সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে জয়নুল উদ্যানে ধীরে ধীরে বহু অবৈধ-অস্থায়ী দোকান গড়ে ওঠে। এতে করে পার্কের পরিবেশ নষ্ট হচ্ছিল। পার্কের নিচের অংশ ব্রক্ষপুত্র নদের তীরবর্তী স্থানেও যে যেভাবে পেরেছে অস্থায়ী দোকান বসিয়েছেন। চায়ের দোকান দেওয়ার আড়ালে কিছু দোকানি মাদক কেনা-বেচা করতেন। এসব দোকান থেকে মাদক কিনে নিতেন খুচরা ক্রেতারা। তাই অভিযান চালিয়ে সব দোকান উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সব দোকান উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে তিন দোকানিকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। আবারও দোকান দেওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ