images

সারাদেশ

খেজুর রসের হাঁড়ি ভাঙা নিয়ে সংঘর্ষে দু’জন আহত

জেলা প্রতিনিধি

১১ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম

রাজশাহীর পুঠিয়ায় গাছ থেকে খেজুর রসের হাঁড়ি নামানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন। 

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

সংঘর্ষে আহতরা হলেন - ওই এলাকার নীল চাঁদ (৬২) ও আব্দুল আজিজ (৫০)।

স্থানীয়রা জানান, সকালে অজ্ঞাত ব্যক্তি আব্দুল আজিজের খেজুর গাছ থেকে রসের হাঁড়ি নামান। এতে ক্ষিপ্ত হন তিনি। একই এলাকায় নীল চাঁদকে তিনি সন্দেহ করেন। এতে নীল ক্ষুব্ধ হন। 

আরও পড়ুন: নাটোরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে আহত ৫

বাকবিতণ্ডার একপর্যায়ে আরও লোকজন জড়ো হয় এবং দু’পক্ষ হয়ে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন দু’জন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ রকম একটি ঘটনা শুনেছি। তবে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ