নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২, ০৩:৩১ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নির্বাপনে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সঙ্গে দিয়েছেন আরও চারটি জেলার দমকলকর্মীরা। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর মোট ২০টি ইউনিট।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সঙ্গে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালীর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
তবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না দমকল বাহিনীর শতাধিক কর্মী।
শনিবার (৪ জুন) রাত সাড়ে নয়টা নাগাদ বন্দর নগরীর সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ৬ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে ডিপোর আগুন।
প্রাথমিকভাবে জানা গেছে, হাইড্রোজেন পার অক্সাইড নামক রাসায়নিক ছিল ডিপোর কন্টেইনারে। সেখানে বারবার বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছে। যার ভয়াবহতা অনুভূত হচ্ছে ঘটনাস্থলের চার-পাঁচ কিলোমিটার পর্যন্ত।
এদিকে এ ঘটনায় রাত সাড়ে ৩টা পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। আহতদের মধ্যে ডিপোর কর্মীদের পাশাপাশি রয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও।
কারই/এএস