images

সারাদেশ / শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বাবর, সদস্য সচিব অনীক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক এবং দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনীককে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সেক্রেটারি নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই কমিটি অনুমোদন করেন।

আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

আরও পড়ুন

রাবি শিবিরের নতুন সভাপতি জাহিদ, সেক্রেটারি ফয়সাল

নতুন কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাবি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞ। এটি মূলত ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি এবং বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব ইনশাআল্লাহ।

এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী সোহেল রানাকে সভাপতি ও ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

প্রতিনিধি/এসএস