জেলা প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ০১:১২ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বাংলাদেশি কৃষক জহুর আলীকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাল্লা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩৫ দিনে ৪ জন নিহত
জহুর আলী উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার ওই সীমান্তের অভ্যন্তরে ধানক্ষেতে কাজ করতে যান জহুর আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
আরও পড়ুন: বিমানে ওঠার আগেই গ্রেফতার ছাত্রলীগ নেতা
পরে মঙ্গলবার বিকেলে তারা জানতে পারেন যে চোরাকারবারি সন্দেহে বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে। তার লাশ ভারতের খোয়াই থানার মর্গে রাখা হয়েছে।
বিজিবির বাল্লা কম্পানি কমান্ডার বলেন, মরদেহ এলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ