images

সারাদেশ

সীমান্তে ২৪ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি

০৮ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

পঞ্চগড় সীমান্ত এলাকায় যৌথ টাস্কফোর্সের অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ নুরুজ্জামান এসেন (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক 

এর আগে মঙ্গলবার রাতে জেলা সদরের ডোকরোপাড়া (নিউ লাইফ ক্লিনিকের পিছনে) নামক স্থানে বিজিবি, ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযানে মাদক কারবারি গ্রেফতার এবং বস্তাবন্দী অবস্থায় কষ্টিপাথর  উদ্ধার করা হয়। এ কষ্টিপাথরের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ লাখ ৫০ হাজার  টাকা।

এ ঘটনায় গ্রেফতার মো. নুরুজ্জামান এসেন (৬০) পঞ্চগড় জেলা সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর ছেলে।

আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম জানান, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২/এমপি হতে আনুমানিক ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরোপাড়া (নিউ লাইফ ক্লিনিকের পিছনে) নামক স্থানে বিজিবি, ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করে মো. নুরুজ্জামান এসেন ও বস্তাবন্দী অবস্থায় একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি (আনুমানিক ওজন ২৪ কেজি ৫০০ গ্রাম) আটক করতে সক্ষম হয় টাস্কফোর্স। যার আনুমানিক বাজার মূল্য চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা। উদ্ধার করা কষ্টিপাথর ও গ্রেফতার আসামিকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ