images

সারাদেশ

কিশোরগঞ্জে ওয়াজ মাহফিলে গুলি, আহত ২

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত দুষ্কৃতকারীর ইয়ার গানের গুলিতে মাদরাসার পরিচালক ও এক বক্তার সফরসঙ্গী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে। মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত ওয়াজ মাহফিলে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্চে ওঠার সময় অজ্ঞাত দুষ্কৃতকারী ইয়ার গান থেকে গুলি ছোড়ে। এতে মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯) আহত হন। আহতদের দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আঘাত না পাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মাহফিলটি বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।’

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত দোষীদের গ্রেফতারে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিনিধি/একেবি