images

সারাদেশ

ফেনী জেলা শিক্ষক সমিতির অ্যাডহক কমিটির সভাপতি হারুন, সদস্য সচিব আলমগীর

জেলা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৫, ১০:১৩ এএম

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর ফেনী জেলায় অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ফাজিলপুর ডব্লিউ বি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশীদ ভূঁঞাকে সভাপতি ও ফকির হাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়েছে।

অ্যাডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাউছার আহমেদ সাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ শিক্ষক সমিতির ফেনী জেলা শাখা নির্ধারিত সময়ের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন করতে না পারায় গঠন তন্ত্রের ১৬ (ঝ) ধারা মোতাবেক ২১ সদস্য বিশিষ্ট্য অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

কমিটির অপরাপর সদস্যরা হচ্ছেন, মোহাম্মদ নুরুল আলম (বক্তারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়), একেএম ফরিদ আহমেদ (লস্করহাট এস সি উচ্চ বিদ্যালয়), খিজির আহমেদ (রামনগর কে. এম, সি (রা.) উচ্চ বিদ্যালয়), মুহাম্মদ জাহাঙ্গীর মজুমদার (নতুন বাজার উচ্চ বিদ্যালয়), জয়নাল আবেদীন মজুমদার- (সরণীয়া মুন্সীরখীল পজির উদ্দিন আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়), আরিফুর রহমান (পাঁচগাছিয়া এ. জেড, খান মেমো স্কুল এন্ড কলেজ), মফিজ আহমেদ (দাসের হাট আর.আর উচ্চ বিদ্যালয়, রফিকুল বারী-করৈয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়), আবদুল মান্নান (সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়), হাবিবুর রহমান মজুমদার-(চন্দনা উচ্চ বিদ্যালয়, শেখ তাজ উদ্দিন-সুখমুখা উচ্চ বিদ্যালয়), আলা উদ্দিন চৌধুরী-(কাশিপুর উচ্চ বিদ্যালয়), মোহাম্মদ রহিম উল্যাহ চৌধুরী-(মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়), মোঃ আবু তৈয়ব (হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়), আ.ন.ম মহি উদ্দিন-(আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়), এ. কে. এম মনিরুল আলম-(শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ), খুরশিদ আহমদ-(ছলেমা নজির উচ্চ বিদ্যালয়), শমীল হক-(ফেনী ল্যাবরেটরী হাই স্কুল), আমির হোসেন-(রতনপুর হাজী সৈয়দের রহমান উচ্চ বিদ্যালয়)।

অ্যাডহক কমিটির সদস্য সচিব ও ফেনী সদর উপজেলার ফকির হাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং আলমগীর চৌধুরী বলেন, কেন্দ্রের নির্দেশনার আলোকে সমিতির সব সদস্যের পরামর্শক্রমে আগামী ৬ মাসের মধ্যেই ফেনী জেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা পর্যন্ত আমরা সকল শিক্ষক ও ভোটারদের সহযোগিতা কামনা করি।  

ইএ