জেলা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ০৯:২২ পিএম
উত্তরাঞ্চলের মানুষদের দীর্ঘ প্রতীক্ষার পর, যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু থেকে রোববার (৫ জানুয়ারি) থেকে পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হবে। এদিন এবং পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতুতে চলাচল করবে—একটি ট্রেন পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে, আর অন্যটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে।
গত ২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলানো হয়েছিল, তবে এবার ট্রেনটি পূর্ণ গতিতে চলাচল করবে। প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানিয়েছেন, আগামী দুইদিন এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের মাধ্যমে সেতুতে ট্রেন চলানোর জন্য কোনো সমস্যা দেখা দেয় কিনা তা মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ‘আমরা পরীক্ষা করব যে, সেতুতে পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য সব কিছু প্রস্তুত কিনা এবং কোথাও কোনো ত্রুটি থাকলে তা ঠিক করা হবে।’
আল ফাত্তাহ আরও জানান, এই পরীক্ষামূলক ট্রেন চলাচলের সময়, সেতুর পূর্ব পাড় থেকে একটি এবং পশ্চিম পাড় থেকে অন্য একটি ট্রেন চলাচল করবে। তিনি বলেন, ‘রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন পরবর্তী দিনে।’
যদি পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হয়, তবে দ্রুত সেতুটির উদ্বোধনের জন্য সকল কাগজপত্র জমা দেওয়া হবে। প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর উদ্বোধন আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে।
প্রকল্পটির নির্মাণ কাজ ২০২০ সালের আগস্ট মাসে শুরু হয় এবং এর ব্যয় বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা দাঁড়ায়। এর মধ্যে ১২ হাজার ১৪৯ কোটি ২০ লাখ টাকা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ হিসেবে দিয়েছে।
প্রতিনিধি/একেবি