images

সারাদেশ

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ মিছিল করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা শহরের কাউতলি এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের অন্তত ১ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তারা কাউতলি এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে করে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ। তাদেরকে গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।

পরে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন ঘটনাস্থলে গিয়ে ইতোমধ্যেই মিছিলকারী এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানান। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেফতারে আল্টিমেটাম দেন। অন্যথায় আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, গতকাল শুক্রবার রাতে প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়া থেকে মিছিলটি বের হয়।

প্রতিনিধি/ এজে