জেলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাফেজ মো. জাহিদ হাসান (৩২) নামের এক মসজিদের ইমাম মোটরসাইকেলযোগে নামাজ পড়াতে রওনা হন। পথেই একটি বৈদ্যুতিক খাম্বার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালের দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জাহিদ হাসান (৩২) বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, হাফেজ মো. জাহিদ হাসান আজ সকালে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে রওনা হন। পথিমধ্যে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খাম্বায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর জাহিদ হাসান নামের এক ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ