জেলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম
ফরিদপুর শহরে একটি মহিলা মাদরাসার পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের নাম হোসাইন ব্যাপারী (১৩)। সে শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে।
মাত্র এক সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার মায়ের নাম শেফালী বেগম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হোসাইন। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এলাকায় মাইকিং করা হয়। এরপর শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। দড়ি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সনাতন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনা তদন্ত করছে। আশা করছি দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।
প্রতিনিধি/ এমইউ