images

সারাদেশ

সিলেটে মাঝারি ভূমিকম্প 

জেলা প্রতিনিধি

০৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভব হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.০।

শুক্রবার (৩ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছে সিলেট আবহাওয়া অফিস।

সকাল ১০টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।

এদিকে ভূমিকম্পের কারণে সিলেটের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের একটি স্থানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। সিলেট ছাড়াও রাজধানী ঢাকা ও উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের অনেক এলাকায় এই কম্পন অনুভূত হয়।

এর আগে গত বছরের ২ জুন সিলেটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটিরও উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। যা ঢাকা থেকে ৪৪১ কিলোমিটার দূরত্বে ছিল। একই বছরের ২৯ মে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট। সে সময়ও ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

প্রতিনিধি/ এমইউ