জেলা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১১:২৭ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে ফেলেছে। গত কয়েকদিনে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, ফলে শীতের প্রকোপ বেড়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এর আগে সকাল ৬টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
বিভিন্ন এলাকার মানুষ বিশেষ করে গ্রাম-গঞ্জের বাসিন্দারা এই তীব্র শীতে শীতের কাপড় পরিধান করতে বাধ্য হচ্ছেন। শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষত দিনগুলোতে সূর্য ওঠার পর কিছুটা উষ্ণতা অনুভূত হলেও, বিকেলের দিকে তীব্র শীতের প্রকোপ আবারও বাড়ে।
এদিকে, শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় পঞ্চগড়ের হাসপাতালগুলোর বহির্বিভাগে শিশুসহ বৃদ্ধ রোগীদের ভিড় বৃদ্ধি পেয়েছে। রোগীরা চিকিৎসা নিচ্ছেন, তবে যাদের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বয়ে আসা হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, এবং আগামি দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিনিধি/এইউ