জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন - ট্রাক চালক নুর আলম (৩০) এবং বাসের হেলপার কাদের মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের একটি চাকা ফেটে যায়। ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তন করছিলেন।
এ সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। দুর্ঘটনায় আহত হন বাসের অন্তত পাঁচ যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, ভোরে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/ এমইউ