জেলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১০:২১ এএম
মাদারীপুরের শিবচরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে শিবচরের কুতুবপুর এলাকার মুন্সিরবাজার সড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের শিবচরের মুন্সিরবাজার এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে বাসের ২০ যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।
তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এমআর