images

সারাদেশ

৮১টি হারানো মোবাইল খুঁজে দিল মেহেরপুর জেলা পুলিশ

জেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ পিএম

হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত ডিসেম্বর মাসে ৮১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বুধবার (১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_1000079600

পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খানের সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন মেহেরপুর সেলের চৌকস টিম জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে পাওয়া তথ্য অনুযায়ী প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৮১টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধার করা মোবাইলগুলোর মধ্যে সদরের ৩৪টি, গাংনীর ৪৫টি এবং মুজিবনগর থানার ২টি মোবাইল ফোন রয়েছে।

আরও পড়ুন

পুলিশের মনোবলে এখন কোনো ঘাটতি নেই: ডিএমপি কমিশনার 

উদ্ধার করা মোবাইল ফোনগুলো মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বুধবার (১ জানুয়ারি) দুপুরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সবাইকে আরও সতর্ক থেকে মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

thumbnail_1000079598

ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জামিনুর রহমান খান, গোয়েন্দা শাখা ইন্সপেক্টর গোপাল কুমারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, হারানো মোবাইলের প্রকৃত মালিকসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস