images

সারাদেশ

ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ ডিসির

জেলা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

ফেনী বড় জামে মসজিদের এলইডি স্কীনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর উদ্ধুত পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

আরও পড়ুন

ঝালকাঠিতে ১০ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফেনী শহরের বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে অনেকগুলো এলইডি স্ক্রিন বসানো রয়েছে। এসব স্ক্রিন ষড়যন্ত্রকারীরা ব্যবহার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছি।

thumbnail_FB_IMG_1735551521789

এর আগে সোমবার দুপুরের পর ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ ফিরবে; জয় বাংলা’ লেখা ভেসে ওঠার পর শতশত জনতা একত্রিত হয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী শহরের মিজান রোডের মাথায় স্থাপিত ইসলামী ভাষ্কর্যের স্ক্রিনে ভারতীয় বিজ্ঞাপন প্রচার হলে ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সব এলইডি স্ক্রিন বন্ধের সিদ্ধান্ত জানায়।

প্রতিনিধি/এসএস