images

সারাদেশ

ফেনী সীমান্তে অভিযান, ১৪ লাখ টাকার মাদক জব্দ

জেলা প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ এএম

images

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী সোনাপুর কবরস্থান নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভারতীয় মদ (হুইস্কি) ও  টার্গেট ট্যাবলেট জব্দ করেছে বিজিব। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার টাকা।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,  ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা মাদক ও ট্যাবলেট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস